ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলছেন, হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ডিবি প্রধান বলেন, ওসমান হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফয়সালের ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি। ফয়সাল যে তিনটি ভিডিও বার্তা দিয়েছেন, সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম শেষ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি, তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিও বার্তা আসল।
বিজ্ঞাপন
এদিকে ভিডিওটি সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয় এবং ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কি না তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। তিনি বলেন, ওসমান হাদির খুনি ফয়সাল দুবাইতে থাকার যে দাবি করছেন, সেই অবস্থান সঠিক নয়। তদন্তের তথ্যপ্রমাণ অনুযায়ী, পলাতক ফয়সাল ভারতে অবস্থান করছেন।
তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার নির্দেশদাতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পী।
বিজ্ঞাপন
তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের প্রতিবেদন থেকে নিশ্চিত হয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দ্বারা তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান চেহারা ও মুখভঙ্গি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আর তিনি আসলেও দুবাইয়ে আছেন কি না তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়। ফ্যাক্ট-চেকের আরেকটি প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারও জানিয়েছে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়।
প্রতিষ্ঠানটি বিভিন্ন টুল ব্যবহার করে যাচাই শেষে জানিয়েছে, ফয়সালের প্রায় ৪ মিনিট দৈর্ঘ্যের এ ভিডিওটি বর্তমানে প্রচলিত অধিকাংশ এআই টুলের সক্ষমতার বাইরে। কারণ এসব টুল সাধারণত এত দীর্ঘ ও ধারাবাহিক ভিডিও তৈরি করতে পারে না।
বিজ্ঞাপন
অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, শরিফ ওসমান হাদির হত্যাকারী দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন।
আরও পড়ুন
ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা বাপ্পীর পরিচয়
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, তারাও ভিডিওটি খতিয়ে দেখছেন। অপরাধীরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে থাকে। ফয়সালও তেমন কৌশলই বেছে নিয়েছেন বলে ধারণা ডিবির।
Copied from: https://rtvonline.com/
Vairal News BD News and Entertainment