হাড়-কাঁপানো শীত আরো কত দিন থাকবে, অবশেষে জানাল অধিদপ্তর

টানা কয়েক দিন ধরেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দেশ। এতে সারা দেশে অনুভূত হয়েছে তীব্র শীত। এরই মধ্যে চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহও ছিল। তবে এরই মধ্যে কুয়াশার চাদর ভেদ করে মিলেছে সূর্যের দেখাও। এতে দিনের বেলায় কিছুটা কমেছে শীতের অনুভূতিও।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বুধবার ও বৃহস্পতিবারও সূর্যের দেখা মিলতে পারে।

এতে কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রাও। কমতে পারে শীতের তীব্রতা। তবে আগামী শুক্রবার থেকে আবার তাপমাত্রা কমে সারা দেশে শীত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকাসহ দেশের অনেক জায়গায় কুয়াশা অনেকটাই কেটে গিয়ে রোদের দেখা মিলেছে।

এতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা আগামী দুই দিন (বৃহস্পতিবার পর্যন্ত) অব্যাহত থাকতেও পারে। এত দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। তবে আকাশ পরিস্কার থাকলে আবার রাতের তাপমাত্রা কমে যেতে পারে। এতে রাতে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

আরো পড়ুন
আইপিএলের দরজা বন্ধ হলেও পিএসএলে খেলবেন মুস্তাফিজ
আইপিএলের দরজা বন্ধ হলেও পিএসএলে খেলবেন মুস্তাফিজ

আগামী শুক্রবার থেকে আবার সারা দেশের তাপমাত্রা সার্বিকভাবে কমতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

এদিকে আজ মঙ্গলবারও দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামীকাল বুধবারও তা অব্যাহত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতিও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। আগামীকাল বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন
বিয়ের পিঁড়িতে বসা হলো না আসলামের
বিয়ের পিঁড়িতে বসা হলো না আসলামের

আগামীকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৭.৫ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৮.৫ ডিগ্রি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি রেকর্ড করা হয়।