প্রতিরাতেই ন”গ্ন’ হতে হয় কলকাতার নায়িকা শ্রাবন্তীর (ভিডিও সহ)

রাতের ক্লাবে শরীরি বিভঙ্গে ‘শ্রাবন্তী’ ঝড়়, নেটপাড়া বলছে…
পরনে কালো স্লিট গাউন, পায়ে কালো জুতো, এবং উপর থেকে তোলা ভিডিয়োতে উঁকি দিচ্ছে সিলভার রঙের নূপুর। শরীরী বিভঙ্গে নাইটক্লাবে ঝড় তুললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রাম রিলসে এমনই একটি ভিডিয়ো আপলোড করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হ্যাজট্যাগে দিয়েছেন #partymood, #birthdaybash। তাঁর এই লুকের জন্য ফ্যাশান ডিজাইনার এবং স্টাইলিস্ট মহাদেব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

Srabanti Chatterjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : পরনে কালো স্লিট গাউন, পায়ে কালো জুতো, এবং উপর থেকে তোলা ভিডিয়োতে উঁকি দিচ্ছে সিলভার রঙের নূপুর। শরীরী বিভঙ্গে নাইটক্লাবে ঝড় তুললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রাম রিলসে এমনই একটি ভিডিয়ো আপলোড করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হ্যাজট্যাগে দিয়েছেন #partymood, #birthdaybash। তাঁর এই লুকের জন্য ফ্যাশান ডিজাইনার এবং স্টাইলিস্ট মহাদেব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তীর পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, কোনও বন্ধুর জন্মদিনের পার্টিতে তিনি উপস্থিত হয়েছিলেন। শ্রাবন্তীর পোস্ট করা ভিডিয়োর চারপাশে সোনালি রঙের রিবনে লেখা ‘ফালাক ৩০’। সোশ্য়াল মিডিয়া থেকেই জানা যাচ্ছে, অভিনেত্রী ফালাক রশিদ রাায়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন অভিনেত্রী। তবে শ্রাবন্তীর পোস্ট করা এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ঘুম উড়েছে বহু পুরুষের।