নারী শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যোনি। এ শুধু যৌনাঙ্গ নয়, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা এই অঙ্গের। জানুন সে সম্পর্কে ১০টি বৈজ্ঞানিক তথ্য। —
স্ত্রী যৌনাঙ্গে থাকে আট হাজার নার্ভ। যেখানে পুরুষাঙ্গে মাত্র চার হাজার।
স্ত্রী যৌনাঙ্গ প্রয়োজনে ২০০ শতাংশ বড় হতে পারে। সঙ্গম কিংবা সন্তান প্রসবের সময়ে এমনটা হয়ে থাকে।
স্ত্রী যৌনাঙ্গের একটা অবাক-করা বৈশিষ্ট্য হল তা নিজে থেকেই পরিষ্কার হয়! বিভিন্ন গ্ল্যান্ড এই কাজ করে।
চিকিৎসকরা বলেন, কেউ সাবান বা অন্য কিছু দিয়ে যোনি পরিষ্কার করলে তা প্রাকৃতিক ব্যবস্থাকে বিঘ্নিত করে।
স্ত্রী যৌনাঙ্গের আকৃতি বদল হয়। সন্তান জন্ম দেওয়ার পরে তা স্পষ্ট বোঝা যায়।
https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
গবেষণা জানিয়েছে, মহিলারা হস্তমৈথুন করলে ঋতুকালীন যন্ত্রণা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়।
প্রতিবার সন্তান জন্ম দিয়ে কমপক্ষে ছ’সপ্তাহ যৌনাঙ্গের বিশ্রাম প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা।
সঙ্গমের সময়ে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশের বড় বাধা কৌণিক অবস্থান। যোনির শারীরিক অবস্থান ১৩০ ডিগ্রি কোণ করে।
সমীক্ষায় জানা গিয়েছে, প্রতিটি যোনির গন্ধ আলাদা আলাদা। এর কারণ গ্ল্যান্ড থেকে নিঃসৃত রস এবং আলাদা আলাদা ব্যাক্টেরিয়ার অবস্থান।
ইংরেজি ‘ভ্যাজাইনা’ শব্দটি আদতে লাতিন। অর্থ— তরোয়ালের খাপ।
Vairal News BD News and Entertainment