টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই দাবি করেন তারা। তবে একটা সময় গভীর সম্পর্কে ডুবে ছিলেন এই কাপল। দিশা বরাবরই টাইগারকে
খুব কাছের বন্ধু বলেই পরিচিত দিয়ে এসেছেন। কিন্তু কোনো দিনই প্রেমের কথা স্বীকার করেননি।এখন টাইগারের সঙ্গে দিশার কোনো সম্পর্ক নেই। তবে দিশা জানালেন, টাইগারের প্রতি তার মুগ্ধতা এখনো কাটে নি।
এমনকি জ্যাকি চ্যানের পর দিশার পছন্দের একশন হিরো হলেন টাইগার শ্রফ।জ্যাকির সঙ্গে ‘কুংফু ইয়োগা ছবিতে কাজ করেন দিশা। সেই অভিজ্ঞতাকে ‘সুখকর বলে জানান তিনি।
বলিউডের পছন্দের অ্যাকশন হিরো কে- জানতে চাইলে তিনি বলেন, বলিউডে আমার পছন্দের অ্যাকশন হিরো হলো টাইগার শ্রফ। ও যা করে, তা আর কেউ করতে পারবে না।টাইগারের সঙ্গে ‘বাগি ২ সিনেমায় অভিনয় করেছেন দিশা। সামনে দেখা যাবে ‘মালঙ-এ। আরো অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও অনিল কাপুর।
Vairal News BD News and Entertainment